সীমান্ত হত্যা নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
Advertisement
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
সাক্ষাৎ শেষে ভারতীয় হাইকমিশনারের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল ‘সীমান্ত হত্যা এখন আলোচিত বিষয়, এ নিয়ে আপনার মন্তব্য আছে কি না’?
সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটি নিয়ে ইতোমধ্যে পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন।’ এরপর তিনি চলে যান।
Advertisement
এর আগে নতুন সচিবের সঙ্গে সাক্ষাৎ বিষয়ে তিনি বলেন, ‘নতুন দায়িত্ব নেওয়া পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক হয়েছে। সরকারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ অংশীদার। একে অপরকে জানার জন্য একটি ভালো বৈঠক ছিল। এছাড়াও সীমান্তকেন্দ্রিক যে সস্পর্ক সেটি নিয়েও আলোচনা হয়েছে, তবে বিস্তারিত আলাপ হয়নি।’
তিনি বলেন, ‘আমি আগেও যেমনটি বলেছি আমাদের বাংলাদেশের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে। দুই দেশের নিরাপত্তা ও উন্নয়নে আমরা একসঙ্গে কাজ করি, আমরা সেই সম্পর্ক চলমান রাখতে চাই। আমারা সামনে আরও কাজ করতে চাই।’
আইএইচআর/বিএ/জিকেএস
Advertisement