জাতীয়

আনসারুল্লাহ’ই আল-কায়েদা, আইএস হচ্ছে জেএমবি : আইজিপি

রাজধানীসহ সারাদেশে সংগঠিত বিভিন্ন হত্যাকাণ্ডের দায় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস এবং আল-কায়েদা স্বীকার করে। এগুলো কতটুকু সত্য এবিষয়ে জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেন, ‘আনসারুল্লাহ বাংলাটিম কোনো হত্যাকাণ্ড ঘটালে দায় স্বীকার করে আল-কায়েদা আর জেএমবি হত্যা করলে দায় স্বীকার করে আইএস।’মঙ্গলবার দুপুরে রাজধানীর পুলিশ হেড কোয়ার্টার্সে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।তবে দেশে আইএস ও আল-কায়েদার কোনো অস্তিত্ব নেই বলে আবারও দাবি করেন এ কে এম শহীদুল হক।তিনি বলেন, জঙ্গিবাদের ঘটনায় গত ৩ বছরে ১৪৪ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের বার বার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা আইএস কিংবা আল-কায়েদার সংশ্লিষ্টতা বলেনি। তাহলে আমরা কীভাবে বলবো যে আইএস, আল-কায়েদা আছে?পুলিশ প্রধান বলেন, খুনিদের কর্মকৌশল দেখে মনে হচ্ছে আনসারুল্লাহ বাংলাটিম নামে যে জঙ্গি সংগঠনটি এর আগেও দায় স্বীকার করেছে, তারাই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। আর জেএমবির সদস্যরা কিছু করলেই আইএস বলে চালিয়ে দেয়। রাজশাহীতে শিক্ষক হত্যা এবং টাঙ্গাইলে দর্জি হত্যার সঙ্গেও জেএমবি জড়িত।এ ধরণের জঙ্গি সংগঠনের সদস্যরা ঘরে ঘরে গোপনে প্রস্তুত হচ্ছে। এগুলো ‘টার্গেট কিলিং’। পুলিশ কাজ করছে। আমাদের যদি প্রস্তুতি না থাকত তাহলে এ ধরণের ঘটনা আরও বেশি ঘটত।এআর/একে/এবিএস

Advertisement