খেলাধুলা

ঘুরে দাঁড়ালো ফ্রান্স, গোল নেই এমবাপের

উয়েফা নেশনস লিগের প্রথম ম্যাচে ইতালির কাছে ৩-১ গোলে হেরে গিয়েছিল ফ্রান্স। সেই হতাশা কাটিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ফরাসিরা। দ্বিতীয় ম্যাচেই বেলজিয়ামকে ২-০ গোলে উড়িয়ে দিয়েছে দেদিয়ের দেশমের দল। এতে টুর্নামেন্টে প্রথমবার পয়েন্ট পেলো কিলিয়ান এমবাপেরা।

Advertisement

এই ম্যাচে এমবাপেকে নিয়ে কৌশল বদলেছেন কোচ দেশম। ফ্রান্স অধিনায়ককে তিনি শুরুর একাদশে রাখেননি। এমবাপে না দেখে ভক্তদের হয়তো মনে হয়েছিল, দ্বিতীয়ার্ধের শুরুর দিকে নামবেন এমবাপে। সেটিও দেখা গেলো না। রিয়াল মাদ্রিদের এই তারকাকে দেশম মাঠে নামিয়েছেন ৬৭ মিনিটে। ততক্ষণে ২-০ গোলে এগিয়ে ফ্রান্স।

বাকি সময়ে কয়েকবার আক্রমণে গেলেও গোলের দেখা পাননি এমবাপে। আগের দিনেও স্কোরশিটে নাম লেখাতে পারেননি তিনি। সব মিলিয়ে নেশনস লিগে শুরুটা মোটেই ভালো হলো না এমবাপের।

গতকাল ফ্রান্সের লিওতে ২৯ মিনিটে প্রথম গোল করেন কুলো মুয়ানি। পিএসজির ফরোয়ার্ডের গোলে ১-০ গোলে এগিয়ে যায় ফ্রান্স। বক্সের মাঝখান থেকে বাঁ পায়ের দারুণ শটে গোলটি করেন তিনি।

Advertisement

৫৯ মিনিটে আরেক পিএসজি তারকা ওসমানে ডেম্বেলে ফ্রান্সের হয়ে দ্বিতীয় গোল করেন। এনগোলো কান্তের অ্যাসিস্টে বক্সের মাঝখান থেকে গোল করেন ফরাসি উইঙ্গার।

ব্রাডলি বারকোলার বদলি হিসেবে খেলতে নেমে কিছু আক্রমণ করেন এমবাপে। মাঠে নামার ১০ মিনিটের মধ্যে এমবাপের একটি শট গোলবার ঘেঁষে বাইরে দিয়ে চলে যায়। ৮৬ মিনিটে রিয়াল তারকার আরেকটি প্রচেষ্টা ব্যর্থ করেন বেলজিয়ামের গোলরক্ষক কাস্টিলস।

গতকাল গ্রুপ এ২ তে অন্য ম্যাচে ইসরায়েলকে ২-১ গোলে হারায় ইতালি। এতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে তারা। আর ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে ফ্রান্স।

এমএইচ/জেআইএম

Advertisement