জাতীয়

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

রাজধানীর রায়েরবাগে নবনির্মিত একটি ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাজু (৩৫) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

Advertisement

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই ভবনে কাজ করা আরেক মিস্ত্রি জিহাদ জানান, রায়েরবাগ জোড়া খাম্বা এলাকায় সম্প্রতি আটতলা একটি ভবনের কাজ শেষ হয়েছে। বিকেলে ওই ভবনের নিচতলায় পানির মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রাজু। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢামেকে আনা হয়। পরে বিকেল ৬টার দিকে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত রাজু রায়েরবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার বাবার নাম ফজলুল হক।

Advertisement

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কাজী আল-আমিন/ইএ/এমএস