ফরিদপুরের সাবেক ট্রাফিক ইন্সপেক্টর মো. তুহিন লস্করের ব্যাংক হিসাব এবং স্ত্রী জামিলা পারভীন কুমকুমের নামে অর্জিত সমস্ত স্থাবর সম্পদ ক্রোক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
Advertisement
সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয় দুদুকের উপসহকারী পরিচালক ও তদন্তকারী কর্মকর্তা ইমরান আকন বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে গত ৪ সেপ্টেম্বর এ আদেশ দেন ফরিদপুরের সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক আকবর আলী খান।
দুদকের উপ-সহকারী ইমরান আকন জানান, গত ৭ আগস্ট তুহিন লস্কর ও স্ত্রী কুমকুমের প্রায় চার কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ক্রোক করার আবেদন করা হয়েছে। তুহিন লস্করের স্ত্রীর আয়ের কোনো উৎস না থাকলেও ভুয়া ব্যাবসা দেখিয়ে এ সম্পদ অর্জন করেছেন।
তিনি আরও জানান, খুলনার হাউজিং এস্টেটে একটি পাঁচতলা বাড়ি, ফরিদপুরে বিলাসবহুল দুটি ফ্ল্যাট এবং গোপালগঞ্জ শহরে বেশকিছু জমি নিজেদের নামে অর্জন করেছেন এই দম্পতি।
Advertisement
জানতে চাইলে ট্রাফিক ইন্সপেক্টর তুহিন লস্কর বলেন, এ বিষয়ে এখনো কিছু জানি না। এখনো কোনো চিঠি পাইনি।
এন কে বি নয়ন/এসআর/এমএস