দেশজুড়ে

নাফ নদীতে জেলের জালে উঠে এলো হ্যান্ড গ্রেনেড

কক্সবাজারের টেকনাফের নাফ দীতে মাছ শিকারে যাওয়া এক জেলের জালে উঠে এসেছে একটি হ্যান্ড গ্রেনেড।

Advertisement

শনিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সাবরাংয়ে নাফ নদীতে স্থানীয় জেলে ওমর ফারুকের জালে আটকা পড়া একটি ব্যাগে গ্রেনেডটি পাওয়া যায়।

জেলে ফারুক বলেন, সকালে নাফ নদীতে ঠেলা জাল নিয়ে মাছ শিকার করছিলাম। এসময় জালের মধ্যেই একটি ব্যাগ ঢুকে পড়ে। পরে ব্যাগটি খুলে দেখি একটি হ্যান্ড গ্রেনেড। পরে গ্রেনেডটি বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। এটি মিয়ানমার থেকে ভেসে আসতে পারে বলে ধারণা তার।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, ব্যাগটি খুলে প্রাইমিং করা একটি তাজা হ্যান্ড গ্রেনেড পাওয়া গেছে। গ্রেনেডটি সাবরাং বিওপির কাছে জমা রয়েছে। এটি রামু সেনানিবাসে পাঠিয়ে ধ্বংস করা হবে বলেও জানান তিনি।

Advertisement

সায়ীদ আলমগীর/এসআর/জিকেএস