দেশজুড়ে

পলকের দুই আগ্নেয়াস্ত্র স্পিকারের রুম থেকে গায়েব!

নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের লাইসেন্স করা দুটি আগ্নেয়াস্ত্র লাইসেন্সসহ গায়েব হয়েছে।

Advertisement

গত ৫ আগস্ট ঢাকায় স্পিকারের রুম থেকে অস্ত্র দুটি হারিয়ে যায় বলে দাবি করেছেন পলকের আইনজীবী। অস্ত্র দুটির মধ্যে একটি পিস্তল, অপরটি শর্টগান। এ সংক্রান্ত একটি আবেদন ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে দেওয়ার পর অনুলিপি সিংড়া থানায় এসেছে।

পলকের আইনজীবী সাদ্দাম হোসেন জানান, গত ৫ আগস্ট পলক তার সঙ্গীদের নিয়ে জাতীয় সংসদ ভবনের ৪র্থ তলায় স্পিকারের রুমে আশ্রয় নেন। পরে ওই দিনের পরিস্থিতি বিবেচনায় লাইসেন্সসহ ৩২ বোর পিস্তল (লাইসেন্স নং ২১০/২০১০, নম্বর -F-69822-W) ও ১২ বোর শর্টগান (লাইসেন্স নং ৯০২/২০১০ নম্বর ৮৭০) স্পিকারের রুমে রেখে আত্মগোপন করেন।

তিনি আরও জানান, এ বিষয়ে জিডি করতে গেলে শেরেবাংলা নগর থানা তা গ্রহণ করেনি। পরে গত ৩ সেপ্টেম্বর ওই আবেদনের কপি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়া হয়। পরে সেটির অনুলিপি সিংড়া থানায় পাঠানো হয়েছে।

Advertisement

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম অনুলিপি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

রেজাউল করিম রেজা/এএইচ/জেআইএম