দেশজুড়ে

চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা আটক

গাড়ি আটকে চাঁদাবাজির অভিযোগে যুবদলের এক নেতাকে আটক করেছে পুলিশ।

Advertisement

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম নগরের হালিশহর থানার বড়পুল এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ফজলুল করিম সীতাকুণ্ড উপজেলা যুবদলের আহ্বায়ক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নগরের হালিশহরে আবুল খায়ের গ্রুপের স্ক্র্যাপ গাড়ি আটকে রেখে চাঁদা দাবি করেন ফজলুল করিম।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেন হালিশহর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রাজিব।

তিনি বলেন, ফজলুল করিম থানা হাজতে আছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এম মাঈন উদ্দিন/জেডএইচ/জেআইএম

Advertisement