আইন-আদালত

নিজামীর রিভিউ রায় বৃহস্পতিবার

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদন শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে রায়ের জন্য আগামী ৫ মে (বৃহস্পতিবার) দিন ধার্য করেছেন আপিল বিভাগ।মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ দিন ধার্য করেন। বেঞ্চের অন্য তিন বিচারক হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আদালতের শুনানিতে নিজামীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। নিজামীর পক্ষে উপস্থিত ছিলেন এসএম শাহজাহান, তাদেরকে সহযোগিতা করেন নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন এবং ব্যারিস্টার রাজ্জাকের ছেলে এহসান এ সিদ্দিকী। সকাল  ৯টা ২৫ মিনিট থেকে ১০টা ৫০ মিনিট পর্যন্ত নিজামীর পক্ষে যুক্তি উপস্থাপন করেন তার প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। এরপর রায় বহাল রাখার পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন। মাঝে আধা ঘণ্টার বিরতি শেষে অ্যাটর্নি জেনারেল তার যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। এরপর আদালত রায়ের জন্য দিন ধার্য করে আদেশ দেন। গত ৩০ মার্চ রাষ্ট্রপক্ষ নিজামীর রিভিউ আবেদন দ্রুত শুনানির জন্য দিন ধার্যে আবেদন দাখিল করে। গত ১০ এপ্রিল বিষয়টি আজ ৩ মে শুনানির জন্য দিন ধার্য করে দেন আপিল বিভাগ। নিজামী মানবতাবিরোধী অপরাধের দায়ে আপিলেও মৃত্যুদণ্ড বহালের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে গত ২৯ মার্চ আবেদন দায়ের করে। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আসা এটি ষষ্ঠ মামলা, যার রায় হল। এখন এ রায় রিভিউর আবেদন নিষ্পত্তির অপেক্ষায়। ধর্মীয় অনুভূতিতে আঘাতের একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন মতিউর রহমান নিজামীকে গ্রেফতার করার পর একই বছরের ২ অাগস্ট তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হয়। সে থেকে তিনি কারাগারে রয়েছেন।এফএইচ/জেএইচ/আরআইপি

Advertisement