দেশজুড়ে

শিপ ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণ, দগ্ধ ১২

চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি শিপ ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণ ও আগুনে ১২ জন দগ্ধ হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও কয়েকজন।

Advertisement

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ডে কুমিরা সোনাইছড়ি এলাকার এস এন করপোরেশন ইয়ার্ডে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, এস এন করপোরেশন ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণের পর আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে। এস এন করপোরেশন ইয়ার্ডে পুরাতন জাহাজ কিনে কাটা হতো।

এস এন করপোরেশন ইয়ার্ডের কর্মকর্তারা জানান, গুরুতর দগ্ধ ছয়জনকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। বাকিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহতদের পরিচয় এখনো জানা যায়নি।

Advertisement

সীতাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, দুপুর ১২টায় উপজেলার সোনাইছড়ি এলাকায় এস এন শিপ ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিম্ফরণে বেশ কয়েকজন দগ্ধ হয়েছে। এখনও ঘটনাস্থলে রয়েছি। আগুন প্রায় নিয়ন্ত্রণে এসেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে জাহাজ কাটার সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত গুরুতর অবস্থায় ১২ জনকে হাসপাতালে আনা হয়েছে। তারা ৩৬ নম্বর বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। তাদের অনেকেরই ৮০- ৯০ শতাংশ পুড়ে গেছে।

এম মাঈন উদ্দিন/এএইচ/এএসএম

Advertisement