‘একতার আলোয় বাংলাদেশ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করতে যাচ্ছে একতার বাংলাদেশ নামে একটি সামাজিক সংগঠন। আগামী ৮ ও ৯ সেপ্টেম্বর রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের গ্যালারিতে এ প্রদর্শনী হবে।
Advertisement
আজ (শুক্রবার) বিকেলে সংগঠনটির সদস্য সচিব ও মুখপাত্র তাহমিদ আল মুদাসসির চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ঢাবিসাস)-তে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
প্রদর্শনীর উদ্বোধন হবে ৮ সেপ্টেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে। প্রদর্শনী চলবে ৮ ও ৯ সেপ্টেম্বর, প্রতিদিন রাত ৮টা পর্যন্ত।
সংবাদ সম্মেলনে মুখপাত্র তাহমিদ আল মুদাসসির চৌধুরী জানান, এখন সবার লক্ষ্য কেন্দ্রীভূত হয়েছে সাম্য ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায়। সেই পাটাতনে দাঁড়িয়েই ২০২৪-এর অভ্যুত্থান ও তার পরবর্তী ক্যামেরাবন্দি কিছু ঐক্যের মুহূর্তকে সবার সামনে একই ছাদের নিচে তুলে ধরতেই আমাদের এই আয়োজন।
Advertisement
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন একতার বাংলাদেশের আহ্বায়ক প্লাবন তারিক, সদস্য রাগীব আনজুম, শফিউল্লাহ সালেহী প্রমুখ।
এমএইচআর/এএসএম