রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক ড. আমিরুল ইসলাম কনক।
Advertisement
শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব তাকে নিয়োগ দেন। দুপুরে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
আমিরুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে ২০১৩ সালে ওই বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। পরের বছর সহকারী অধ্যাপক এবং ২০২০ সালে সহযোগী অধ্যাপক পদে উন্নীত হন। তিনি মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের সদস্য।
স্থানীয় ইতিহাস, আদিবাসী, সমাজ, সংস্কৃতি এবং দর্শনের ভিত্তিতে একজন কবি, ছোটগল্প এবং কথাসাহিত্যিক হিসেবে সমাদৃত ড. আমিরুল ইসলাম।
Advertisement
মনির হোসেন মাহিন/এসআর/এএসএম