বিনোদন

‘স্ত্রী-২’র নির্মাতাকে নিয়ে গোপন তথ্য দিলেন অভিনেতা অভিষেক

বর্তমানে আলোচনার শীর্ষে রয়েছে বলিউডের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘স্ত্রী-২’। স্বল্প বাজেটে নির্মিত সিনেমাটি দর্শকরা এখন ব্যাপক আগ্রহের সঙ্গে দেখছে। আয়ের নিরিখে সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলেছে। এটি নির্মাণ করেছেন অমর কৌশিক।

Advertisement

যখন ‘স্ত্রী-২’ সিনেমাটি আলোচনার তুঙ্গে, ঠিক সেই সময়ে এর অভিনেতা অভিষেক ব্যানার্জি নির্মাতাকে নিয়ে একটি গোপন তথ্য দিলেন। তিনি বলেন, ‘নির্মাতা অমর কৌশিক এমন একজন মানুষ, যিনি অভিনেতা-অভিনেত্রীদের কাছে থেকে ভালো অভিনয় বের করে আনার জন্য যেকোনো পন্থা অবলম্বন করতে পারেন। তিনি ভালো অভিনয় বের করার জন্য বুলিং করতেও ছাড়েন না। এমনকি তিনি শিল্পীদের অপমান করতেও পিছ পা হন না।’

অভিনেতা অভিষেক আরও বলেন, ‘অমর ব্যানার্জি তার প্রত্যাশিত অভিনয়ের জন্য অবশ্য মজার ছলেই বুলিং এবং অপমান করেন। কিন্তু তার এই মজা করার ব্যাপারটি যেন হাসতে হাসতে তীর মারার মতো অবস্থা।’

আরও পড়ুন: ‘স্ত্রী-২’ ছবিতে কত কোটি সম্মানী নিলেন শ্রদ্ধা কাপুর ‘স্ত্রী-২’ সিনেমার ‘আজ কি রাত’ গান নিয়ে চিন্তায় তামান্না

এদিকে সিনেমাটিতে তামান্না ভাটিয়ার অংশ নেওয়া ‘আর কি রাত’ গানটি এরই মধ্যে ভক্ত-অনুরাগীরা লুফে নিয়েছেন। সবাই এ গানে তার নৃত্যের প্রশংসা করছেন। গানটি নিয়ে তামান্নাও বেশ আশাবাদী। তিনি মনে করছেন গানটি তার ক্যারিয়ারে মাইল ফলক হয়ে থাকবে। ‘স্ত্রী-২’ সিনেমাটি গত ১৫ আগস্ট মুক্তি পেয়েছে। এটি যখন মুক্তি দেওয়া হয়েছে, তখন ভারতজুড়ে নারীদের স্বাধীনতা নিয়ে আন্দোলন শুরু হয়। কলকাতার আরজিকর-কাণ্ডের পর গর্জে ওঠে পুরো ভারত। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকাদের মুখে মুখে নারী স্বাধীনতা নিয়ে বিভিন্ন প্রশ্ন ওঠে। ঠিক এমন সময়ে মুক্তি পায় ‘স্ত্রী-২’। বলা চলে কাকতালীয়ভাবে এ সিনেমার গল্পের সঙ্গে কলকাতার সাম্প্রতিক ঘটনা যেন মিলে গেছে।

Advertisement

অমর কৌশিক নির্মিত ‘স্ত্রী-২’ এ সিনেমায় অভিনয় করা কলাকুশলীরা প্রশংসিত হচ্ছেন। সিনেমা বিশেষজ্ঞরা বলছেন, ‘এর গল্প মানুষের জীবনকে পুরোপুরি ছুঁতে পেরেছে। তাই দর্শকরা তাদের নিজের আশপাশের ঘটনা মনে করে প্রেক্ষাগৃহে ছুটে গেছেন। ফলে এটি অল্প সময়ের মধ্যে আলোচনায় এসেছে এবং বিপুল পরিমাণ অর্থ আয় করতে সক্ষম হয়েছে।’‘স্ত্রী-২’ সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠী, অপারশক্তি খুরানা প্রমুখ।

এমএমএফ/এএসএম