প্রবাস

শ্রমিক ভিসায় গিয়ে ব্যবসা, মালয়েশিয়ায় ৭ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় শ্রমিক ভিসায় গিয়ে মুদি দোকানের ব্যবসার অভিযোগে ৭ বাংলাদেশিসহ ৯ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটক বাকি দুইজনের একজন নেপালের ও অপরজন মিয়ানমারের নাগরিক।

Advertisement

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দেশটির পেনাং রাজ্যের লেবুহ সুঙ্গাই পিনাং, মিনডেন হাইট ও গেলুগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পেনাং ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ডিভিশন।

দেশটির অভিবাসন বিভাগ জানায়, গোয়েন্দা তথ্য ও স্থানীয়দের অভিযোগ এসব অভিবাসী উৎপাদন খাতের শ্রমিক ভিসায় এসে অবৈধভাবে খুচরা দোকানের ব্যবসা করছিলেন।

আরও পড়ুন জায়েদ খানের ‘ডিগবাজি’ দেখতে যুক্তরাষ্ট্রে ভিড় মালয়েশিয়ায় ২০০ বাংলাদেশি কর্মীর বেতন না দেওয়ায় তদন্তে শ্রম বিভাগ

এনফোর্সমেন্ট ডিভিশনের অভিযানকালে ওই দোকান ব্যবসায় স্থানীয় কোনো মালিকের সম্পৃক্ততা পাওয়া যায়নি। এ বিষয়ে আরও তদন্তের জন্য আটক ৯ জনকে স্থানীয় ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

আটক অভিবাসীদের নিয়োগকর্তা ও আবাসন মালিকদের বিষয়ে তদন্ত করা হবে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় অভিবাসন বিভাগ।

কেএসআর/এএসএম