জাগো জবস

সপ্তাহের সেরা চাকরি: ০৬ সেপ্টেম্বর ২০২৪

দিন দিন কঠিন হয়ে যাচ্ছে চাকরির বাজার। বেকারত্বের হার বাড়ছে জ্যামিতিক হারে। এমন হতাশার মধ্যেও কিছু সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান আশার আলো দেখায়। তবে তার জন্য নিজেকে আপডেট রাখতে হবে।

Advertisement

তাই চাকরিপ্রার্থীদের জন্য তুলে ধরা হলো সপ্তাহের সেরা চাকরির বিজ্ঞাপনগুলো। জাগো নিউজের সঙ্গে থাকুন, খুঁজে নিন আপনার পছন্দের চাকরি—

সরকারি চাকরি

• ৪৮ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ চা বোর্ড, আবেদন ফি ২০০ টাকা • ট্যাকসেস আপীলাত ট্রাইব্যুনালে ২০ জনের নিয়োগ, এসএসসি পাসেও আবেদন • নিয়োগ দিচ্ছে ঢাকা বিআরটি, ৫০ বছরেও আবেদন  ইসলামিক ফাউন্ডেশনে নিয়োগ, লাগবে না আবেদন ফি • ১৬ জনকে নিয়োগ দেবে পল্লী বিদ্যুৎ সমিতি, লাগবে না আবেদন ফি • ১৫ জনকে নিয়োগ দেবে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন • বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে ৪৯ জনের নিয়োগ, আবেদন ফি ৫৫৮ টাকা 

ব্যাংক ও আর্থিকপ্রতিষ্ঠানে চাকরি

• স্নাতক পাসে নিয়োগ দেবে মধুমতি ব্যাংক • আরও-এআরএম পদে জনবল নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক • অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেবে বিকাশ, কর্মস্থল ঢাকা • নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স, লাগবে স্নাতক পাস • ব্র্যাঞ্চ ম্যানেজার পদে নিয়োগ দেবে ইউনাইটেড ফাইন্যান্স • নিয়োগ দেবে আইসিবি ইসলামিক ব্যাংক, কর্মস্থল ঢাকা • স্নাতক পাসে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, বেতন ৭০ হাজার• নিয়োগ দেবে বিকাশ, থাকছে না বয়সসীমা • ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নেবে ডাচ-বাংলা ব্যাংক, বেতন ৮০ হাজার • স্নাতক পাসে নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স, কর্মস্থল ঢাকা • অভিজ্ঞতা ছাড়া নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক, বেতন ৩১ হাজার • অ্যাসোসিয়েট ম্যানেজার নেবে ব্র্যাক ব্যাংক, লাগবে স্নাতক পাস • অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেবে বিকাশ, লাগবে স্নাতক পাস • নিয়োগ দেবে ওয়ান ব্যাংক, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ • আইপিডিসি ফাইন্যান্সে ম্যানেজার পদে চাকরির সুযোগ • অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে ডাচ-বাংলা ব্যাংক, বেতন ৪৯ হাজার • নিয়োগ দেবে ইউনাইটেড ফাইন্যান্স, ২৩ বছর হলেই আবেদন • নিয়োগ দেবে মধুমতি ব্যাংক, কর্মস্থল ঢাকা • ট্রেইনি ক্যাশ অফিসার নিয়োগ দিচ্ছে ডাচ-বাংলা ব্যাংকন 

Advertisement

শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি

• ৯ জন শিক্ষক নিয়োগ দেবে আর্মি মেডিকেল কলেজ • সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকরির সুযোগ • জনবল নিয়োগ দেবে ব্র্যাক ইউনিভার্সিটি, থাকছে না বয়সসীমা • ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে প্রিমিয়ার ইউনিভার্সিটি • সহকারী শিক্ষক নেবে বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রাম • বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে লেকচারার পদে চাকরির সুযোগ • অফিসার নিয়োগ দেবে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক • শিক্ষক নিয়োগ দিচ্ছে প্রিমিয়ার ইউনিভার্সিটি, থাকছে না বয়সসীমা 

বেসরকারি চাকরি

• নিয়োগ দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, লাগবে না আবেদন ফি • নিয়োগ দেবে বাফুফে, থাকছে না বয়সসীমা • ৫০ জন সেলস অফিসার নেবে যমুনা ইলেক্ট্রনিক্স, এইচএসসি পাসেও আবেদন • চাকরির সুযোগ দিচ্ছে ওয়ালটন, কর্মস্থল গাজীপুর • মদিনা গ্রুপে ৫০ জনের নিয়োগ, ২০ বছর হলেই আবেদন • জনবল নিয়োগ দেবে ব্র্যাকনেট, থাকছে না বয়সসীমা • ৩০ ম্যানেজার নেবে যমুনা ইলেক্ট্রনিক্স, ২২ বছর হলেই আবেদন • ঢাকায় চাকরির সুযোগ দিচ্ছে সজীব গ্রুপ • আগোরা লিমিটেডে অফিসার পদে চাকরির সুযোগ • স্কয়ার টয়লেট্রিজে চাকরি, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ • ৮ জন ম্যানেজার নেবে রূপায়ণ সিটি উত্তরা, কর্মস্থল ঢাকা • নারী কর্মী নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, ২২ বছর হলেই আবেদন • মীনা বাজারে চাকরি, বেতন ছাড়াও থাকছে অন্যান্য সুবিধা • অফিসার নিয়োগ দেবে পলমল গ্রুপ, লাগবে স্নাতক পাস • স্নাতক পাসে নিয়োগ দেবে রূপায়ণ হাউজিং, কর্মস্থল ঢাকা • চাকরির সুযোগ দিচ্ছে এসিআই মটরস, ২৫ বছর হলেই আবেদন • সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগে নিয়োগ দেবে বসুন্ধরা গ্রুপ • ম্যানেজার নিয়োগ দেবে এসএ গ্রুপ, ৫০ বছরেও আবেদন • ঢাকায় নিয়োগ দেবে ফুডপান্ডা, থাকতে হবে স্নাতক পাস • ডিবিএল গ্রুপে চাকরি, কর্মস্থল গাজীপুর • ডিপ্লোমা পাসে চাকরির সুযোগ দিচ্ছে সিঙ্গার• ম্যানেজার নিয়োগ দেবে প্রমি এগ্রো ফুডস, ৫৫ বছরেও আবেদন • ম্যানেজার পদে জনবল নিয়োগ দেবে শপআপ, লাগবে স্নাতক পাস • নিয়োগ দেবে সিটি গ্রুপ, ২৫ বছর হলেই আবেদনের সুযোগ • স্নাতক পাসে ম্যানেজার নিয়োগ দেবে ট্রান্সকম ইলেক্ট্রনিক্স • যমুনা গ্রুপে এক্সিকিউটিভ পদে চাকরি, ২২ বছর হলেই আবেদন 

এনজিও চাকরি

• ঢাকায় নিয়োগ দেবে ব্র্যাক, থাকছে না বয়সসীমা • নিয়োগ দেবে টিআইবি, বেতন এক লাখ পাঁচ হাজার টাকা • বিশ্ব খাদ্য কর্মসূচিতে অফিসার নিয়োগ দিচ্ছে জাতিসংঘ, কর্মস্থল ঢাকা • জনবল নিয়োগ দেবে প্ল্যান ইন্টারন্যাশনাল, কর্মস্থল ঢাকা • স্নাতক পাসে নিয়োগ দেবে অ্যাকশনএইড, বেতন ৪৫ হাজার • অ্যাসিস্ট্যান্ট অফিসার নেবে আয়েশা আবেদ ফাউন্ডেশন • ঢাকায় নিয়োগ দেবে টিআইবি, ৬০ বছরেও আবেদনের সুযোগ 

এ ছাড়া সপ্তাহের অন্যান্য চাকরির খবর পেতে অনলাইন জব পোর্টাল জাগোজবস ডটকম ভিজিট করতে পারেন।

Advertisement

এমআইএইচ/জিকেএস