জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে ৫৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে একটি মার্কিন আদালত। এর আগে গ্লোরিয়া রিসটেসান্ড নামে এক নারী জনসনের ট্যালকম পাউডারের বিরুদ্ধে অভিযোগ এনেছিল যে, ওই পাউডার ব্যবহার করার কারণে তিনি ওভারিয়ান ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। পরে তিনি জনসনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলার ভিত্তিতেই আদালত রিসটেসান্ডকে ৫৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেয়ার জন্য জনসনকে নির্দেশ দিয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক খবরে এ তথ্য জানানো হয়েছে। রিসটেসান্ড বলেন, বেবি পাওডার হিসেবে পরিচিত জনসন অ্যান্ড জনসন ট্যালকম পাউডারটি দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন তিনি। তার আইনজীবির তরফ থেকে জানানো হয়েছে, রিসটেসান্ডের ওভারিয়ান ক্যান্সার ধরা পড়ায় তাকে বেশ কয়েকবার সার্জারি করাতে হয়েছে। এর আগে ফেব্রুয়ারিতে এক নারী জনসনের ট্যালকম পাউডার ব্যবহার করে ওভারিয়ান ক্যান্সারে মারা যান। টিটিএন/আরআইপি
Advertisement