শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ পেয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম শফিকুজ্জামান।
Advertisement
সচিব পদে পদোন্নতির পর তাকে এই নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
শফিকুজ্জামান এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ পাওয়ার পর বিভিন্ন পদক্ষেপের কারণে তিনি জনপ্রিয় হয়ে উঠেছিলেন।
গত ২৭ আগস্ট শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেনকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে বদলি করা হয়।
Advertisement
আরএমএম/ইএ