আন্তর্জাতিক

অ্যাম্বুলেন্সে শ্লীলতাহানি, বাধা দেওয়ায় ফেলা হলো রাস্তায়

অ্যাম্বুলেন্সে নারীর শ্লীলতাহানির অভিযোগ উঠল চালক ও তার সহকারীর বিরুদ্ধে। শুধু তাই নয়, বাধা দেওয়ার চেষ্টা করতেই ওই নারী ও তার অসুস্থ স্বামীকে অ্যাম্বুল্যান্স থেকে ফেলে দেওয়া হয়। সেই ঘটনার পরই আরও অসুস্থ হয়ে পড়ে মৃত্যু হয় তার স্বামীর। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর জেলার।

Advertisement

জানা গেছে, বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন ওই নারীর স্বামী। তাকে স্থানীয় একটি মেডিকেল কলেজে ভর্তি করান স্ত্রী। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা অন্য হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন। কিন্তু বেসরকারি হাসপাতালে স্বামীর চিকিৎসা করানোর মতো অর্থ ছিল না তার। তাই বাধ্য হয়েই স্বামীকে বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

এরপর একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে অসুস্থ স্বামীকে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন। অভিযোগ, ওই নারীকে পাশে বসতে বাধ্য করেন চালক ও তার সহকারী। নারী অ্যাম্বুল্যান্সের সামনের আসনে বসেন। কিছু দূর যাওয়ার পরই অভিযুক্তরা তার শ্লীলতাহানি করার চেষ্টা করেন।

এতে বাধা দেওয়ার চেষ্টা করতেই তার ওপর চড়াও হন চালক ও তার সহকারী। অসুস্থী স্বামীর অক্সিজেন বন্ধ করে দেওয়া হয়। তারপর দু’জনকেই অ্যাম্বুলেন্স থেকে ঠেলে রাস্তা ফেলে দেন অভিযুক্তরা। এতে গুরুতর জখম হন তার স্বামী। তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়।

Advertisement

এরপর পর তার স্ত্রী ওই জায়গা থেকেই ভাইকে ফোন করে ঘটনাটি জানান। তার ভাই পুলিশকে বিষয়টি জানান। পুলিশ ঘটনাস্থলে এসে তাকে ও তার স্বামীকে উদ্ধার করে নিয়ে যান। কিন্তু হাসপাতালের পথেই মৃত্যু হয় স্বামীর।

এই ঘটনায় পুলিশের বিরুদ্ধেও গাফলতির অভিযোগ তুলেছেন ওই নারী। অভিযুক্তদের ধরতে তারা কোনো উদ্যোগ নিচ্ছে বলে দাবি অভিযোগকারীর। বিষয়টি নিয়ে শোরগোল পড়তেই লখনউ উত্তর পুলিশের অতিরিক্ত ডিজি জিতেন্দ্র দুবে জানিয়েছেন, একটি অভিযোগ দায়ের হয়েছে। অ্যাম্বুল্যান্স অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে।

সূত্র: এনডিটিভি

এমএসএম

Advertisement