ক্যাম্পাস

আ’লীগ সরকার পতনের এক মাস উপলক্ষে শিক্ষার্থীদের ‘শহীদি মার্চ’ শুরু

শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের এক মাস পূর্তি উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘শহীদি মার্চ’ কর্মসূচি শুরু হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু হয় কর্মসূচি।

এর আগে দুপুর ২টা থেকেই জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। তারা বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন। এ সময় তারা ‘উই ওয়ান্ট-জাস্টিস’, ‘জেগেছে রে জেগেছে- ছাত্র সমাজ জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে-রক্তে আগুন লেগেছে’, ‘আমার ভাইয়ের রক্ত- বৃথা যেতে দেবো না’, ‘আমার ভাইয়ের খুনির- বিচার করো করতে হবে’ইত্যাদি স্লোগান দেন।

আরও পড়ুনঢাবিতে পাঠাগারে হামলায় জড়িতদের শাস্তি দাবিআমরা শিক্ষক-শিক্ষার্থীরা কথা বলতে চাই, শত ফুল ফোটাতে চাই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু হওয়া শহীদি মার্চ নীলক্ষেত-নিউমার্কেট-কলাবাগান-মিরপুর রোড হয়ে মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট-কারওয়ান বাজার-শাহবাগ হয়ে রাজু ভাস্কর্য দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হবে।

Advertisement

এর আগে গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।

এমএইচএ/কেএসআর/জেআইএম