স্বৈরাচার মুক্তির এক মাস পূর্তি,মনে কারো নব্য স্বাধীনতার ফূর্তি।কেউ আবার দেশ-দশের দরকারে,রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারে।
Advertisement
কেউ কাঁদছে সন্তান হারিয়ে,কেউ আছে আড়ালে লুকিয়ে।গায়ে কারো রিমান্ডের দাগ, যেন ডোরাকাটা চিতা বাঘ!
সুযোগে কেউ করছে হামলা, আবার কেউ করছে মামলা।কেউ জানান দিচ্ছে দাবি,এখনি পূরণ করতে হবি!
অস্থিরতা কারো কাম্য নয়,ধৈর্যের ফল সদা বড় হয়।শহীদ স্মৃতিকে স্মরণ করি,আহতদের জড়িয়ে ধরি।
Advertisement
অসচেতনতায় স্বাধীনতার ফল,হয়ে কিন্তু যেতে পারে বিফল।নব্য স্বাধীনতার স্বাদ পেতে সবে,মিশন নিয়ে এগিয়ে যেতে হবে।
এসইউ/এএসএম