দেশজুড়ে

রাজবাড়ীতে বৃদ্ধাকে হত্যার ঘটনায় যুবকের মৃত্যুদণ্ড

রাজবাড়ীতে বৃদ্ধাকে হত্যার ঘটনায় যুবকের মৃত্যুদণ্ড

রাজবাড়ীর পাংশায় আশা লতা দাস (৭৫) নামে এক বৃদ্ধাকে হত্যার ঘটনায় বিশ্বজিৎ কুমার বিশ্বাসকে (২৫) মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত ।

Advertisement

নিহত আশা লতা দাস পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের প্রেমটিয়া গ্রামের মৃত সন্তোষ কুমার দাসের স্ত্রী এবং দণ্ডপ্রাপ্ত বিশ্বজিৎ কুমার বিশ্বাস একই গ্রামের সুজিৎ কুমার বিশ্বাসের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী সিনিয়র দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভিন এ দণ্ডাদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি ভোররাতে পাংশা উপজেলার প্রেমটিয়া গ্রামের নিজ বাড়িতে আশা লতা দাসকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে তার স্বর্ণালংকার লুট করা হয়।

Advertisement

পরে নিহতের জামাতা স্বপন কুমার বিশ্বাস বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।

মামলার বাদী স্বপন কুমার বিশ্বাস বলেন, ২৬ সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আজ মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন বিচারক। এ রায়ে আমরা সন্তুষ্ট। এত দ্রুত রায় হবে তা ভাবতে পারিনি।

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাড. উজির আলী শেখ বলেন, দ্রুত সময়ের মধ্যে এ মামলার রায় হয়েছে। এতে ন্যায়বিচার পেয়েছে পরিবারটি।

রুবেলুর রহমান/জেডএইচ/এএসএম

Advertisement