সাহিত্য

রক্তাক্ত জুলাই-আগস্টের কবিতা

ঢাকা: ৩ কিংবা ৪ আগস্ট ২০২৪

Advertisement

রক্তাক্ত জুলাইয়ে শুরু রক্তখেলাবুলেটের সামনে লাঠিহায়েনা-বাহিনীর সামনে দাঁড়ায় পতাকা–লাল-সবুজঅবিবেক আর ক্ষমতার কুয়াশায় ঢাকাযেন ব্লাডস্টেশন, না-না যেন রক্তভাগাড়রোড ডিভাইডারে রক্তদাগঅলিগলিতে খুলি, বিচ্ছিন্ন হাত, ছুটে-যাওয়া পা, ছেঁড়া-খোঁড়া শরীর

ছোপ-ছোপ রক্ত, চোখ, রক্তাক্ত-ঘর্মাক্ত পরিধেয়শিশুর কিশোরের কিশোরীর শান্তিকামীদের

কিংবা নিরীহদের–যারা কিছুই বোঝে না তাদেররক্তগুলোর অনেক রং আমরা দেখেছিলাল নীল সাদা কালো...

Advertisement

কাদের হাতে এ-রক্তভাগাড়?–পুলিশ আর স্বৈরাচারের!

****

অভিজাতও বোবা হয়ে গেছে

একজন মা এসেছেন খালি বুকেরক্ত-বুলেট চোখে নিয়েকাঁখের শিশুর বড়-গোল চোখেবিপুল বিস্ময়মায়ের হাত-ধরে-থাকা কিশোরীর মুখে কয়েকটি শব্দভাই, পুলিশ, খুন...

Advertisement

কী চায় তিনজন, বলতে পারে না!অভিজাতও কি বোবা হয়ে গেছে?

এসইউ/জিকেএস