স্বাস্থ্য

বন্যাদুর্গতদের চিকিৎসায় মেডিকেল টিম পাঠালো ঢামেক

ফেনীতে বন্যাদুর্গতদের চিকিৎসার জন্য জরুরি ওষুধসহ ছয় সদস্যের একটি মেডিকেল টিম পাঠিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

Advertisement

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বুধবার বন্যা দুর্গতদের চিকিৎসার জন্য ওষুধসহ ঢাকা মেডিকেল থেকে ফেনীর উদ্দেশ্যে ছয় সদস্যের একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে। ছয় সদস্য টিমের মধ্যে রয়েছেন দুজন চিকিৎসক, দুজন নার্স ও দুজন কর্মচারী। বন্যা দুর্গত এলাকায় কেউ অসুস্থ হয়ে পড়লে ফার্স্ট এইড ও ওষুধসহ প্রয়োজনীয় জিনিসপত্রও পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রয়োজনীয় যেসব ওষুধ দেওয়া হয়েছে সেগুলো হাসপাতালের চিকিৎসক (এমআইএসটি) ও শিক্ষার্থীদের দেওয়া অর্থ দিয়ে কেনা হয়েছে। এর আগে (২৫ আগস্ট) ছয় সদস্যের আরও একটি সদস্যের মেডিকেল টিম পাঠানো হয়েছিল। মূলত সেখানে যারা কাজ করছেন তাদের রিপ্লেসমেন্ট হিসেবে এই ছয় সদস্যের মেডিকেল টিম পাঠানো হয়েছে।

Advertisement

কাজী আল আমিন/এমআইএইচএস/এএসএম