বিএনপিতে চাঁদাবাজ-সন্ত্রাসীদের ঠাঁই হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
Advertisement
তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ দিয়েছেন, যারা দখলবাজি ও মাস্তানিতে জড়িত থাকবেন, তিনি যেই হোক তার জায়গা বিএনপিতে নেই।
বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে নোয়াখালীর সদর উপজেলার খলিফার হাট মাদরাসা মাঠে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের পর পথসভায় এসব কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আমীর খসরু বলেন, ‘আমরা শান্তি চাই। সবাইকে নিয়েই আমরা এগিয়ে যাবো। তারেক রহমান ৩১ দফার সংস্কারের যে প্রস্তাব দিয়েছেন, ওই প্রস্তাবের মধ্যে মৌলিক সমস্যার সমাধান আছে। এ সংস্কারের মধ্যে আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলনে আছেন, সবাই ঐকমত্য পোষণ করেছেন।
Advertisement
তিনি বলেন, ‘নতুন বাংলাদেশে নতুন যে মনোজগতের সৃষ্টি হয়েছে, এ মনোজগৎ বুঝতে হবে। মানুষের প্রত্যাশা বুঝতে হবে। যুবসমাজের আকাঙ্ক্ষা বুঝতে হবে। আগামী দিনের রাজনীতি ভিন্ন রাজনীতি হবে।’
এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
ইকবাল হোসেন মজনু/এসআর/জেআইএম
Advertisement