আইন-আদালত

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন অধরা ইয়াসমিন

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন বেসরকারি টেলিভিশন আরটিভির সংবাদকর্মী অধরা ইয়াসমিন। বুধবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম সাইবার ট্রাইবুনালের বিচারক মোহাম্মদ জহিরুল কবির এ আদেশ দেন।

Advertisement

আইনজীবী অ্যাডভোকেট মো. আশরাফ হোসেন চৌধুরী (রাজ্জাক) বলেন, মামলার মেরিট দেখে বিজ্ঞ আদালত জামিন মঞ্জুর করেছেন। পরবর্তী শুনানির জন্য অক্টোবরের ২২ তারিখ দিন ধার্য করেছেন আদালত। সেই সময় পর্যন্ত অধরা ইয়াসমিন জামিনে থাকবেন।

রাজধানীর রাজারবাগ দরবার শরিফের পির দিল্লুর রহমান ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে মামলাবাজি, সারাদেশে অসংখ্য মানুষকে হয়রানি, জমিদখলসহ বিভিন্ন অপরাধের অভিযোগ নিয়ে প্রতিবেদন করেন অধরা ইয়াসমিন। এতে ক্ষিপ্ত হয়ে ২০২৩ সালের ১৩ মে অধরা ইয়াসমিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন২০১৮ এর ২৪, ২৫ ও ২৯ ধারায় মামলাটি করেন রাজারবাগ পিরের সহযোগী শাকেরুল কবির।

আরও পড়ুন সাংবাদিক অধরা ইয়াসমিনের বিরুদ্ধে মামলায় ডিইউজের নিন্দা

এর আগে, এই পির সিন্ডিকেটের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় অন্তত ডজনখানেক সাংবাদিককে হয়রানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে দীর্ঘদিন ধরে চরম হয়রানি করে আসছে এই ‘মামলাবাজ সিন্ডিকেট’। সিআইডির তদন্তেও মিলেছে সেই প্রমাণ।

Advertisement

মূলত হাইকোর্টের বিভিন্ন আদেশ, জাতীয় মানবাধিকার কমিশন ও সিআইডির তদন্তের সূত্র ধরেই প্রতিবেদন করেন সাংবাদিকরা। আর তাতেই রোষানলে পড়তে হচ্ছে শক্তিশালী এই সিন্ডিকেটের।

এদিকে অধরার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার ঘটনায় সেই সময় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিকরা ছাড়াও দেশি-বিদেশি বিভিন্ন সংগঠন। তারা মিথ্যা, ষড়যন্ত্রমূলক এই মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা।

এএজেড/বিএ/জিকেএস

Advertisement