ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে নকল ও ভেজাল পণ্যের উপর তদারকিসহ বন্যার ত্রাণসামগ্রী (মুড়ি, চিরা, গুড় ইত্যাদি) ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তদারকির লক্ষ্যে বাজার অভিযান পরিচালনা করা হয়েছে।
Advertisement
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) মহানগরসহ সারাদেশে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ তদারকি কার্যক্রম পরিচালনা করে।
এসময় ঢাকা মেট্রোপলিটন এলাকাতে অধিদপ্তরের ৫ জন কর্মকর্তার নেতৃত্বে ৫টি টিম কর্তৃক ঢাকা মহানগরীর মতিঝিল এজিবি কলোনি বাজার, শেরেবাংলা নগর পূর্ব ও পশ্চিম রাজাবাজার, বকশি বাজার ও মুগদা এলাকায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় দেশের ৪৪টি জেলায় অধিদপ্তরের ৪৯টি টিম কর্তৃক পরিচালিত অভিযানে ৯২টি প্রতিষ্ঠানকে ৫,৫৪,৫০০ টাকা জরিমানা করা হয়।ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তরের এসকল কার্যক্রম অব্যাহত থাকবে।
Advertisement
এনএইচ/এমআইএইচএস