দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক বাড়ানোর অংশ হিসেবে বাংলাদেশ থেকে দক্ষ কর্মীসহ আরও মানবসম্পদ নিয়োগের কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক আল-আদওয়ানি।
Advertisement
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।
প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতের প্রশংসা করে বলেন, তিনি বাংলাদেশের অসাধারণ বন্ধু ছিলেন। আগামী দিনগুলোতে এই ভূমিকা পালন করবেন বলেও প্রত্যাশা করেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ কুয়েতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চায়।
Advertisement
রাষ্ট্রদূত বলেন, উপসাগরীয় আমিরাতে তিন লাখ বাংলাদেশি কাজ করেন এবং তার দেশ বাংলাদেশ থেকে আরও বেশি নিয়োগ করতে আগ্রহী।
তিনি বলেন, আমরা আরও চিকিৎসক, নার্স ও প্রকৌশলী নিয়োগ করতে চাই। কুয়েতে পাঁচ হাজারেরও বেশি বাংলাদেশি সৈন্যও কর্মরত ছিল।
বৈঠকে অর্থনৈতিক সম্পৃক্ততা, প্রতিরক্ষা, রোহিঙ্গা সংকট, প্যালেস্টাইনের সমস্যা এবং সহযোগিতা বিষয়ে আলোচনা হয়।
প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ইস্যুতে মানবিক সহায়তার জন্য কুয়েতকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশ ও কুয়েতের মধ্যে শক্তি ও বিনিয়োগে সহযোগিতা কামনা করেন।
Advertisement
আইএইচআর/বিএ/এমএস