আন্তর্জাতিক

ভূমধ্যসাগরে বিপদে পড়া ১২৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

ভূমধ্যসাগরে ঝুঁকিতে পড়া ১২৯ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে ইতালির কর্তৃপক্ষ। এই কাজে সহায়তা করেছে জার্মান অভিবাসী উদ্ধারকারী সংস্থা রেস্কশিপ।

Advertisement

জানা যায়, গত সোমবার (২ সেপ্টেম্বর) লিবিয়া উপকূল থেকে একটি দোতলা ফাইবারগ্লাসের নৌকায় আসা ১২৯ জন অভিবাসনপ্রত্যাশী মাঝসমুদ্রে ঝুঁকির মুখে পড়েন।

নৌকাটি ঝুঁকিতে পড়ার ঘটনাটি জানায় এনজিও সি-ওয়াচের এয়ারক্রাফট সি-বার্ড। সি-বার্ডের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান শুরু করে রেস্কশিপের উদ্ধারকারী জাহাজ নাডির।

আরও পড়ুন>>

Advertisement

ঝুঁকি নিয়ে সাগরপথে ইউরোপ যাওয়ায় শীর্ষে বাংলাদেশিরা ইউরোপে আশ্রয় আবেদনে বাংলাদেশিদের নজিরবিহীন রেকর্ড ইতালি পৌঁছাতে মরিয়া কেন বাংলাদেশিরা

নৌকাটি ওই সময় বেশ ঝুঁকিতে থাকায় সেটিকে স্থির করতে ৪৯ জন অভিবাসনপ্রত্যাশীকে নিজেদের জাহাজে স্থানান্তর করেন নাডিরের ক্রুরা।

পরবর্তীতে বিষয়টি ইতালীয় কর্তৃপক্ষকে জানালে দেশটির উপকূলরক্ষীরা তাদের উদ্ধারে এগিয়ে আসেন। উদ্ধার অভিযান শেষে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে ইতালির লাম্পেদুসা দ্বীপের দিকে চলে যান উপকূলরক্ষীরা।

রেস্কশিপ তাদের এক্স হ্যান্ডেলে বলেছে, আমরা শুধু এতটুকু বলতে পারি, আমরা সবাইকে বাঁচাতে পেরেছি।

সূত্র: ইনফোমাইগ্রেন্টসকেএএ/

Advertisement