ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় অস্থিরতা চলছিল চিকিৎসা খাতে। আজ থেকে চালু হয়েছে আউটডোর সেবা ও সীমিতভাবে ইনডোর সেবা।
Advertisement
খোঁজ নিয়ে জানা যায়, আজ ঢাকা মেডিকেলসহ ঢাকার সব মেডিকেলেই চলেছে আউটডোর ও ইনডোর সেবা। দুইদিন বন্ধ থাকার পর চালু হয়েছে ঢামেকের আউটডোর সেবা। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সেনাবাহিনী-বিজিবির নিরাপত্তা বলয়ে ১০ টাকার টিকিট কেটে চিকিৎসক দেখাতে পারছেন রোগীরা। তবে রোগীর চাপ কিছুটা কম।
আন্দোলনের সমন্বয়ক চিকিৎসক আব্দুল আহাদ গণমাধ্যমকে জানান, আগামীকাল বুধববার (৪ সেপ্টেম্বর) থেকে দেশের সব হাসপাতালের আগের মতো পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা চালু থাকবে।
হাসপাতালের আউটডোর সেবা কেমন চলছে জানতে চাইলে, ডা. মাহবুবুর রহমান রাজীব বলেন, গত রোববার শুরু হয় কমপ্লিট শাটডাউন। তবে সেদিনই সন্ধ্যায় নিরাপত্তা নিশ্চিত করায় ঢামেকে চালু হয়েছে জরুরি বিভাগে। আউটডোর সেবা ছিল বন্ধ। এর একদিন পর গতকাল সোমবার ঘোষণা দেওয়া হয় আজ সকাল থেকেই সীমিত পরিসরে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চালু থাকবে বহির্বিভাগ সেবা। সেই অনুযায়ী আমরা চিকিৎসা সেবা দিয়েছি।
Advertisement
এএএম/এমআরএম/এএসএম