সোশ্যাল মিডিয়া

বর্তমান সরকারের বিরাট কূটনৈতিক অর্জন

বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) থেকেই অবসরে যান আলোচিত অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর মিলন। বিভিন্ন সময় তিনি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলেন। আজ তিনি একটি পোস্ট করেছেন অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক অর্জন নিয়ে।

Advertisement

তিনি প্রবাসী ৫৭ বাংলাদেশির মুক্তি পাওয়াকে সরকারের সাফল্য হিসেবে দেখছেন। এ জন্য তিনি সরকারের প্রশংসা করেছেন।

তিনি লিখেছেন, 'প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনুস স্যারের অনুরোধে জুলাইয়ে বিক্ষোভ প্রদর্শনের দায়ে কারাদণ্ড দেওয়া ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করেছেন আরব আমিরাত সরকার। যা বর্তমান সরকারের এক বিরাট কুটনৈতিক অর্জন।'

সাবেক এই সরকারি কর্মকর্তা লিখেছেন, 'এটা চিন্তাও করা যায় না যে, তিনজনের যাবজ্জীবন এবং বাকিদের ১০ বছরের কারাদণ্ড ইউনুস স্যারের টেলিফোনে সাজা ক্ষমা করে দেওয়া হয়েছে।'

Advertisement

সবশেষে আশা প্রকাশ করে লিখেছেন, 'আশা করি দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা আরব আমিরাতের সাধারণ শ্রমিক ভিসা সমস্যারও অতি দ্রুত সমাধান তাঁর মাধ্যমেই হবে ইনশাআল্লাহ।'

এসইউ/এএসএম