জাতীয়

র‌্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার বিষয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের ঢাকা সফরকালে দ্বিপক্ষীয় বিষয়গুলো নিয়েই আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

Advertisement

মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে র‌্যাবের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, এটা নিয়ে আমরা কী করতে যাচ্ছি, আমি এই মুহূর্তে সেটা বলতে পারবো না।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের আসন্ন ঢাকা সফর নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারা অল্প সময়ের জন্য আসছেন। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সফরে দ্বিপক্ষীয় বিষয়গুলো নিয়েই আলোচনা হবে। তাদের সঙ্গে যে বিষয়গুলো আছে, আমরা সেটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবো।

Advertisement

আরও পড়ুন

ফের ঢাকায় আসছেন ডোনাল্ড লু দণ্ডপ্রাপ্ত সেই ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করলো আমিরাত র‌্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের ৫ পর্যবেক্ষণ

সংযুক্ত আরব আমিরাতে মুক্তি পাওয়া ৫৭ শ্রমিকের বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, প্রবাসীদের অনেক সমস্যা আমরা ঢাকা থেকেই তৈরি করে দেই। আমরা চাইবো, ঢাকা থেকেই যেন কম সমস্যা নিয়ে যেতে পারেন। ওখানে গিয়ে যেন ভালো সার্ভিস ডেলিভারি পেতে পারেন।

আইএইচআর/ইএ/জেআইএম

Advertisement