দেশজুড়ে

মহানন্দা সেতুতে ব্যাটারিচালিত অটোরিকশা টোলমুক্ত করার দাবি

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা সেতুতে ব্যাটারিচালিত অটোরিকশাকে টোলমুক্ত রাখার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন চালকরা।

Advertisement

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে টোল প্লাজা ঘিরে বিক্ষোভ করেন তারা। এসময় দুই কিলোমিটার সড়কজুড়ে যানজট সৃষ্টি হয়।

রবিউল ইসলাম নামের একজন অটোরিকশাচালক বলেন, ‘জেলা শহর থেকে ২০ টাকায় একজনকে নিয়ে মহানন্দা সেতু পার হয়েছিলাম। এসময় টোল দিয়েছি পাঁচ টাকা। আসার পথে আর প্যাসেঞ্জার পাইনি। তাই টোল দেবো না বলেছিলাম। এতে টোল প্লাজার লোকজন আমাকে হুমকি দেয়। পরে আমরা ব্যাটারিচালিত অটোরিকশায় টোল বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে রেখেছি।’

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খুব শিগগির সমস্যার সমাধান করা হবে।

Advertisement

সোহান মাহমুদ/এসআর/জেআইএম