স্বাস্থ্য

ঢামেকে রোগী মৃত্যুর ঘটনায় অবহেলার প্রমাণ পায়নি তদন্ত কমিটি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের কোনো অবহেলা পায়নি তদন্ত কমিটি।

Advertisement

সোমবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ টি এম সাইফুল ইসলাম মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান।

আরও পড়ুনমঙ্গলবার থেকে বহির্বিভাগ সেবা চালুর ঘোষণা, সীমিত চলবে ইনডোর কাজে ফিরলেন চিকিৎসকরা, রোগী ও স্বজনদের স্বস্তি 

তিনি জানান, গতকালই (শনিবার) তারা উদ্ভূত পরিস্থিতি নিয়ে ঘটনাস্থলে গিয়ে পূর্ণ তদন্ত করেছেন এবং রাতে প্রতিবেদন দাখিল করেছেন। সেখানে রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের কোনো অবহেলার তথ্য মেলেনি।

এ টি এম সাইফুল ইসলাম বলেন, ‘তদন্তে ছাত্রদের দ্বারা চিকিৎসকদের নাজেহাল করার বিষয়টি উঠে এসেছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনার সুপারিশ করেছে মন্ত্রণালয়। এরই মধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী।’

Advertisement

এএএম/কেএসআর