ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের কোনো অবহেলা পায়নি তদন্ত কমিটি।
Advertisement
সোমবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ টি এম সাইফুল ইসলাম মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান।
আরও পড়ুনমঙ্গলবার থেকে বহির্বিভাগ সেবা চালুর ঘোষণা, সীমিত চলবে ইনডোর কাজে ফিরলেন চিকিৎসকরা, রোগী ও স্বজনদের স্বস্তিতিনি জানান, গতকালই (শনিবার) তারা উদ্ভূত পরিস্থিতি নিয়ে ঘটনাস্থলে গিয়ে পূর্ণ তদন্ত করেছেন এবং রাতে প্রতিবেদন দাখিল করেছেন। সেখানে রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের কোনো অবহেলার তথ্য মেলেনি।
এ টি এম সাইফুল ইসলাম বলেন, ‘তদন্তে ছাত্রদের দ্বারা চিকিৎসকদের নাজেহাল করার বিষয়টি উঠে এসেছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনার সুপারিশ করেছে মন্ত্রণালয়। এরই মধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী।’
Advertisement
এএএম/কেএসআর