চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এরমধ্যে পানির স্রোতে পল্লীবিদ্যুতের খাম্বা পড়ে ১০ দিন ধরে বিদ্যুৎবিচ্ছিন্ন চরাঞ্চলের দেড় হাজার পরিবার।
Advertisement
উপজেলার বাবুপুর, সাত্তার মোড়, নিশিপাড়া, কদমপাড়া, সেতারাপাড়া শেয়ালপাড়া চরলক্ষ্মীপুরসহ বেশ কিছু গ্রামে এখন বিদ্যুৎ নেই।
স্থানীয় বাসিন্দা আনারুন ইসলাম টুকু বলেন, পদ্মা নদীর তীব্র স্রোতে খাম্বা পড়ে যাওয়ায় তারা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্বাভাবিক কাজ করতে পারছে না।
শরিফুল ইসলাম নামে এক ভ্যানচালক বলেন, ১০ দিন ধরে অন্ধকারে বসবাস করছি। ভ্যানে চার্জ দিতে পারছি না। এতে আয় হচ্ছে না। এখন আমরা কি খাবো? কোথায় থাকবো?
Advertisement
রফিকুল ইসলাম বলেন, ১০ দিন ধরেই অন্ধকারে। কানসাট পল্লীবিদ্যুতের কর্মকর্তাদের জানানো হলেও কোনো ব্যবস্থা নেননি তারা।
পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক জাগো নিউজকে বলেন, ১০ দিন আগে পদ্মা নদীর তীর সাত্তার মোড়ের একটি খাম্বা নদীতে পড়ে যায়। ঘটনাটি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানোর পরও মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। এতে তীব্র গরমে মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে বাসিন্দাদের।
চাঁপাইনবাবগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন বলেন, স্রোতের কারণে খাম্বাটি পুঃস্থাপন করা যাচ্ছে না। নদীতে পানি কমলে দ্রুত সমাধান করা হবে।
সোহান মাহমুদ/জেডএইচ/এএসএম
Advertisement