বিকেলের নাশতায় চায়ের সঙ্গে ভাজাপোড়া না থাকলে কি চলে? তবে বাইরের অস্বাস্থ্যকর ভাজাপোড়া খাবার না খেয়ে চাইলে ঘরেই তৈরি করতে পারেন আলুর মচমচে নাগেটস। ঘরেই খুব সহজে ঝটপট নাশতা হিসেবে তৈরি করতে পারেন পটেটো নাগেটস। রইলো রেসিপি-
Advertisement
উপকরণ
১. আলু ২টি২. কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ৩. ব্রেড ক্রাম্ব ২ টেবিল চামচ৪. মোজোরোলা চিজ ২ টেবিল চামচ৫. ব্ল্যাক পেপার আধা চা চামচ৬. মিক্স হার্বস আধা চা চামচ৭. আদা ও রসুন বাটা আধা চা চামচ৮. কাঁচা মরিচ ১টি৯. ধনেপাতা কুচি ১ চা চামচ১০. লবণ স্বাদমতো১১. ডিম ১টি ও১২. ব্রেড ক্রাম্ব আধা কাপ।
আরও পড়ুন ঘরেই বানান ফিশ ললিপপ তুলসি চা পান করলে শরীরে যা ঘটেপদ্ধতি
Advertisement
এজন্য প্রথমেই দুটি বড় সাইজের আলু সেদ্ধ করে নিন। তারপর ভর্তা করে নিতে হবে। আলু ভর্তার সঙ্গে মিশিয়ে দিন ২ টেবিল চামচ ব্রেড ক্রাম্ব, ২ টেবিল চামচ কনফ্লাওয়ার, মোজোরোলা চিজ ৩ চামচ ও লবণ স্বাদমতো।
এরপর আরও মিশিয়ে নিন গোলমরিচের গুঁড়া, মিক্স হার্বস, আদা-রসুন বাটা, কাঁচা মরিচ ও ধনেপাতা কুচি। সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিতে হবে।
এরপর হাতে তেল মেখে এই মিশ্রণ অল্প করে হাতে নিয়ে গোল করে হালকা করে চাপ দিয়ে নাগেটসের আকারে গড়ে নিন। এরপর অন্য একটি বাটিতে ব্রেড ক্রাম্ব ও অন্য বাটিতে ডিম ভেঙে ফেটিয়ে নিন।
এবার তৈরি করে রাখা নাগেটসগুলো ডিমের মধ্যে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বে মাখিয়ে ফুটন্ত তেলে ছেড়ে দিন। এপিঠ-ওপিঠ উল্টে বাদামি করে ভেজে নিন নাগেটসগুলো। ব্যাস তৈরি হয়ে গেলো ঘরে তৈরি পটেটো নাগেটস। এবার এটি পরিবেশন করুন টমেটো সস কিংবা চাটনির সঙ্গে।
Advertisement
জেএমএস/এএসএম