লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বাবার সঙ্গে ঘাস কাটতে গিয়ে তিস্তা নদীতে ডুবে আলিফ ইসলাম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
Advertisement
সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সিন্দুর্না চরে ঘটে এ দুর্ঘটনা। শিশু আলিফ ওই এলাকার মিন্টু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, আলিফ ও তার বাবা-মা নৌকা যোগে তিস্তা নদীর চরে ঘাস কাটতে যান। এক সময় আলিফ তিস্তা নদীর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যান। পরে তিস্তা নদীতে তার মরদেহ ভেসে ওঠে।
সিন্দুর্না ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি স্থানীয় থানায় অবগত করা হয়েছে।
Advertisement
রবিউল হাসান লালমনিরহাট/জেডএইচ/এমএস