চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতির পর রাজধানীর শেরে বাংলা নগরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে সকাল থেকে জরুরি বিভাগে সেবা দেওয়া হচ্ছে। তবে দুপুর ১২টার পর থেকে বন্ধ করে দেওয়া হয় বহির্বিভাগের সেবা কার্যক্রম।
Advertisement
হঠাৎই বহির্বিভাগের সেবা কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন দূর-দূরান্ত থেকে আসা রোগী ও তাদের স্বজনরা।
মোহাম্মদ বাবুর আলী সরদার নামে এক ব্যক্তি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন চিকিৎসা নিতে। হাসপাতালের বহির্বিভাগে টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়েছেন তিনি। তবে সবকটি কাউন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, এখন আমি কোথায় যাবো, পায়ের ব্যথায় হাঁটতে পারছি না।
সাভার থেকে হাসপাতালে এসেছেন মহিবুল হাসুম মাসুম। তিনি বলেন, দুপুর ১টা পর্যন্ত টিকিট দেওয়ার কথা অথচ ধর্মঘটের কারণে তার আগেই সব কিছু বন্ধ।
Advertisement
হাসাপাতালটির আউটডোরে এক থেকে দেড় হাজার রোগী দৈনিক সেবা নেন। তবে রোববার আন্দোলন কর্মসূচির জেরে আজকে হাসপাতালে রোগী ও স্বজনদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। এর মাঝে সোমবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার পর থেকেই হাসপাতালটিতে আউটডোরের চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়া হয়।
হাসপাতালের সহকারী প্রধান পরিসংখ্যান কর্মকর্তা এসএএম কামরুজ্জামান সূবর্ণ জাগো নিউজকে বলেন, আউটডোর বন্ধ করে দেওয়া হয়েছে। মূলত ডাক্তারদের ধর্মঘটের কারণেই আউটডোর সেবা ১২টার পর বন্ধ আছে, তবে জরুরি বিভাগে সমস্যা নাই।
হাসপাতালে রোগীদের ভিড় বেশি এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ধর্মঘটের কারণে গতকাল সেইভাবে অনেকে সেবা পায়নি যার চাপ আজকে সোমবার পড়েছে।
এমওএস/এসএনআর/এএসএম
Advertisement