রাজনীতি

আমরা কখনো দেশ ছেড়ে পালিয়ে যাইনি: মোনায়েম মুন্না

যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, ‘জিয়া পরিবার কখনো অন্যায়ের সঙ্গে আপস করেনি। আমরা কখনো দেশ ছেড়ে পালিয়ে যাইনি।’

Advertisement

তিনি বলেন, ‘ফ্যাসিবাদ স্বৈরাচার সরকার কীভাবে পালিয়ে গেছে, একই সঙ্গে তার লোকজন পালাতে গিয়ে কীভাবে মারা যায় ও ধরা খায়। আগামীতে বিএনপি জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসবে। সেজন্য যুবদল এমন কোনো কাজ করবেন না, যাতে করে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।’

রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল বিভাগীয় যুবদলের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলে ‘বৈষম্যহীন, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়ায় জাতীয়তাবাদী যুবদলের ভূমিকা’ শীর্ষক এ মতবিনিময় সভা হয়।

আরও পড়ুনচট্টগ্রামে বিএনপির তিন নেতার প্রাথমিক সদস্যপদ স্থগিত পেছনে দেখার সময় নেই: ফখরুল 

মোনায়েম মুন্না বলেন, ‘বর্তমানে আমরা একটি অন্তর্বর্তী সরকারের সময় পার করছি। তাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি ও যুবদলকে একটি শক্তিশালী মাঠের দল হিসেবে গড়ে তুলতে চান। যুবদল সবসময়ে রাজনীতিতে একটি বড় ভূমিকা পালন করে।’

Advertisement

এসময় তিনি সাংবাদিক আকতার ফারুক শাহিনের ওপর হামলা ও ফটো সাংবাদিক শামীম আহমেদকে পুলিশ কর্তৃক নির্যাতনের নিন্দা ও প্রতিবাদ জানান।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় যুবদল সহ-সভাপতি অ্যাডভোকেট এইচ এম তছলিম উদ্দিন, বিভাগীয় যুবদল সহ-সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন পিপলু, বরিশাল জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান, বরিশাল মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাকসুদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাযহারুল ইসলাম জাহান, বরিশাল উত্তর জেলা যুবদল সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ প্রমুখ।

কেএইচ/কেএসআর

Advertisement