দেশজুড়ে

কক্সবাজারে চিকিৎসকদের কর্মবিরতি চলাকালে শিশুর মৃত্যু

কক্সবাজারে চিকিৎসকদের কর্মবিরতি চলাকালীন তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শিশুটি মারা যায়।

Advertisement

শিশুটির বাবা গোলাম মোস্তফা মহেশখালী উপজেলার মাতারবাড়ির বাসিন্দা। তিনি পেশায় একজন দিনমজুর।

গোলাম মোস্তফা বলেন, ‘শনিবার (৩১ আগস্ট) বিকেলে শ্বাসকষ্ট সমস্যা নিয়ে আমার সন্তানকে (ছেলে) হাসপাতালে ভর্তি করাই। আজ দুপুরে শ্বাসকষ্ট বেড়ে গেলে ডাক্তারের রুমে গিয়ে দেখি ডাক্তার নেই। নার্সদের বললে তারাও কোনো ব্যবস্থা নেয়নি। পরে আমার সন্তান মারা যায়।’

আরও পড়ুন ১০ ঘণ্টা পর ঢামেকের জরুরি সেবা চালু

এ বিষয়ে কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আশিকুর রহমান বলেন, হাসপাতালের চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। তবে শিশু মৃত্যুর বিষয়টি আমার জানা নেই।

Advertisement

শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের মারধর ও লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। এরই ধারাবাহিকতায় কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরাও শাটডাউন কর্মসূচি পালন করছেন।

সায়ীদ আলমগীর/এসআর/জিকেএস