দেশজুড়ে

ক্রীড়া অফিসারের পদত্যাগ দাবিতে খেলোয়াড়দের মানববন্ধন

চুয়াডাঙ্গায় ক্রীড়া অফিসার আমানউল্লাহ আহমেদের পদত্যাগ দাবিতে মানববন্ধন করেছেন খেলোয়াড়রা।

Advertisement

রোববার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

মানববন্ধনে অংশ নিয়ে খেলোয়াড়রা বলেন, আশপাশের জেলাগুলোতে বছরব্যাপী বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। কিন্তু বর্তমান ক্রীড়া অফিসার আমানউল্লাহ সাবেক জনপ্রশাসন মন্ত্রীর ভাগনিজামাই হওয়ার সুবাদে চুয়াডাঙ্গার ক্রীড়া অঙ্গনে কােনো ধরনের খেলাধুলার আয়োজন করেননি। ক্রীড়া অধিদপ্তর থেকে বার্ষিক যে বাজেট জেলা পর্যায়ে দেওয়া হতো, তা খেলাধুলার কাজে ব্যয় না করে দুর্নীতির মাধ্যমে পকেটভারী করেছেন।

এসময় বক্তারা ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বলেন, বর্তমান ক্রীড়া অফিসারকে এই সময়ের মধ্যে চুয়াডাঙ্গা থেকে বদলি না করলে কঠোর আন্দালন গড়ে তোলা হবে।

Advertisement

পরে ক্রীড়া অফিসারের বদলির দাবিতে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার কাছে স্মারকলিপি দেন খেলোয়াড়রা। এসময় উপস্থিত ছিলেন সাবেক খেলােয়াড় আব্দুস সালাম, ক্রীড়া সংগঠক রাফিতুল্লাহ মহলদার, চুয়াডাঙ্গা জেলা ফুটবল দলের সাবেক অধিনায়ক বিপুল হাসান হ্যাজি, সেলিম হাবিব, শিপুল প্রমুখ।

হুসাইন মালিক/এসআর/জিকেএস