জাতীয়

এনআইডি সংশোধন আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ ইসি সচিবের

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সহজ সংশোধন আবেদন দ্রুত নিষ্পত্তি করতে হবে বলে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম।

Advertisement

গত ২৫ আগস্ট ইসির মাসিক সমন্বয় সভায় এ নির্দেশনা দেন সচিব। সভায় সভাপতিত্ব করেন সচিব শফিউল আজিম। সভায় উপস্থিত ছিলেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। সভার কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে।

ইসি সচিব সভায় জানান, অবিতরণকৃত স্মার্টকার্ড আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার তত্ত্বাবধানে বিতরণের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি নির্বাচন অফিসে সেবা প্রার্থীরা যেন কোনোভাবেই হয়রানির স্বীকার না হন এজন্য মাঠ কর্মকর্তাদের উদ্যোগ নিতে হবে। নির্বাচন কশিনের আওতাধীন সেবাকে সহজ করার উদ্যোগ নিতে হবে। এছাড়া জাতীয় পরিচয়পত্রের সহজ সংশোধন আবেদন দ্রুত নিষ্পত্তি করারও নির্দেশনা দিয়েছেন সচিব।

সচিব আরও জানান, সব অধিনস্থ কর্মকর্তা ও কর্মচারীদের কাজের তত্ত্বাবধান ও তাদের কার্যক্রম নিয়মিত মনিটরিং করতে হবে। অনিষ্পন্ন অডিট আপত্তিগুলো নিষ্পত্তির জন্য প্রয়োজনে ত্রিপক্ষীয় সভা আয়োজন করে নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে। এছাড়া বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে শুরু থেকেই পরিকল্পনা গ্রহণ করতে হবে বলে জানান তিনি।

Advertisement

এমওএস/এমআইএইচএস/জিকেএস