আগামী ২৪ ঘণ্টায় শর্ত সাপেক্ষে জরুরি স্বাস্থ্য সেবা চালু রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা।
Advertisement
একজন চিকিৎসকের বিপরীতে একজন নিরাপত্তা রক্ষী থাকার শর্তে সারাদেশে জরুরি সেবা চালু হবে বলে উল্লেখ করেছেন তারা।
রোববার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে আন্দোলনকারীদের আলোচনা শেষে ঢাকা মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ কথা বলেন চিকিৎসকরা।
চিকিৎসকরা বলেন, ‘আমাদের শাটডাউন কর্মসূচি চলমান। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রতিটি জরুরি বিভাগে একজন চিকিৎসকের বিপরীতে একজন আইনশৃঙ্খলা বিহীনির সদস্য নিরাপত্তা দেওয়া সাপেক্ষে শুধু জরুরি বিভাগের সেবা দেওয়া হবে।’
Advertisement
এর বাইরে আউটডোর ও ইনডোর সেবা স্থগিত থাকবে। তবে আইসিইউ, এইচডিউ সেবা চলমান আছে বলেও জানান তারা।
তারা বলেন, যদি ৫ মিনিটের মধ্যে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দেয় আমরা এর মধ্যেই চিকিৎসাসেবা দেওয়া শুরু করবো। আগামী সাতদিন এভাবেই স্বাস্থ্য সেবা চলবে। এরপর আগামী সাতদিনের মধ্যে স্বাস্থ্য পুলিশ ও স্বাস্থ্য সুরক্ষা আইন গঠন করলে আমরা আন্দোলন স্থগিত করবো।
এএএম/এমআইএইচএস
Advertisement