জাতীয়

চিকিৎসকদের নিরাপত্তায় ঢামেকে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিন চিকিৎসককে মারধরের ঘটনায় ‘কমপ্লিট শাটডাউন’র ডাক দিয়ছেন চিকিৎসকরা। এ অবস্থায় হাসপাতালে অতিরিক্ত নিরাপত্তা দিতে দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

Advertisement

রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা বিধানে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এছাড়াও নিরাপত্তার স্বার্থে সকাল থেকে সেখানে র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।

Advertisement

আরও পড়ুন

৪ দফা দাবিতে সারাদেশে চিকিৎসকদের ‘কমপ্লিট শাটডাউন’ আমার ডাক্তার ভাইদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে

শনিবার (৩১ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর ও চিকিৎসকদের মারধরের ঘটনা ঘটে। হামলার বিচার ও নিরাপত্তার দাবিতে রোববার সকাল থেকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাসেবা বন্ধ করে দেন চিকিৎসকরা। পরে সমস্যা সমাধানে আলোচনায় বসলেও তা ফলপ্রসূ হয়নি।

এরপর রোববার (১ সেপ্টেম্বর) চিকিৎসকরা চার দফা দাবি আদায়ে সারাদেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা দেন।

টিটি/ইএ/জিকেএস

Advertisement