দেশজুড়ে

ভারতে পাচারকালে সীমান্ত থেকে ইলিশ জব্দ করলো বিজিবি

সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ইলিশ জব্দ করেছে বিজিবি।

Advertisement

শনিবার (৩১ আগস্ট) বিকেলে তাহিরপুর উপজেলার লাউড়ের গড়ের শাহিদাবাদ এলাকা থেকে এসব মাছ জব্দ করা হয়। জব্দ হওয়া মাছের পরিমাণ ৪৬ কেজি ৫০০ গ্রাম বলে জানিয়েছে বিজিবি।

সুনামগঞ্জ-২৮ বিজিবির তথ্য মতে, শনিবার বিকেলে তাহিরপুরের লাউড়ের গড়ের শাহিদাবাদ এলাকা দিয়ে একদল চোরাকারবারি সীমান্তপথ দিয়ে ভারতে ইলিশ মাছ পাচারের জন্য নিয়ে যাচ্ছিল।

আরও পড়ুন

Advertisement

চাঁদপুরের ইলিশ নামে প্রতারণা, ৪১ প্রতিষ্ঠান-পেজ তালিকাভুক্ত দেশের মানুষকে না খাইয়ে ইলিশ বাইরে পাঠানো অ্যাপ্রুভ করি না বাংলাদেশে অস্থিরতার জেরে ভারতে ইলিশের সংকট, দামে আগুন

এমন সংবাদ পেয়ে সুনামগঞ্জ-২৮ বিজিবর অধীনস্থ লাউড়ের গড় বিজিবি সদস্যরা চোরাকারবারিদের পিছু নেয়। এক পর্যায়ে চোরাকারবারিরা বিজিবি সদস্যদের দেখতে পেয়ে দুটি ককশিটভর্তি ইলিশ মাছ রেখে পালিয়ে যায়।

সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম মাহমুদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাহিরপুরের শাহিদাবাদ এলাকার সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে পাচারের সময় ৪৬ কেজি ৫০০ গ্রাম ইলিশ জব্দ করা হয়েছে।

তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি এবং সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

লিপসন আহমেদ/বিএ

Advertisement