জাতীয়

লুট হওয়া ৩৮৭২ অস্ত্র ও ২ লাখ ৮৬ হাজার গোলাবারুদ উদ্ধার

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও হামলা করে। থানা ও ফাঁড়িতে হামলার পর অস্ত্র-গোলাবারুদ লুট করে নেয় দুর্বৃত্তরা।

Advertisement

তবে এখন পর্যন্ত পুলিশ সদরদপ্তরের তথ্যমতে, লুট হওয়া ৩ হাজার ৮৭২টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) রাতে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

আরও পড়ুনপুলিশের লুট হওয়া ৩৩০৪ অস্ত্র, আড়াই লাখ গোলাবারুদ উদ্ধার

তিনি জানান, সারাদেশ থেকে বিভিন্ন ধরনের ৩ হাজার ৮৭২টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া ২ লাখ ৮৬ হাজার ২১৬ রাউন্ড গুলি, ২২ হাজার ২০১টি টিয়ার শেল এবং ২ হাজার ১৩৯ সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

Advertisement

এদিকে কোনো ব্যক্তির কাছে লুট হওয়া কোনো ধরনের অস্ত্র ও গোলাবারুদ রক্ষিত থাকলে আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে নিকটস্থ থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

টিটি/ইএ/জেআইএম

Advertisement