কুমিল্লার নাঙ্গলকোটে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ জন আহতের খবর পাওয়া গেছে।
Advertisement
শনিবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে নাঙ্গলকোট এ.আর উচ্চ বিদ্যালয় মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বক্তব্য দিয়ে স্থান ত্যাগের পর এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, যুবদল নেতা মো. সাইফুল ইসলাম (৩৯), ৭নং ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক শাহাবুদ্দিনসহ (৩৫) অন্তত ৫ জন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। আহতরা সবাই আবদুল গফুর ভূঁইয়ার অনুসারী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপজেলা বিএনপির সভাপতি নজির আহম্মদ ভূইয়া অনুষ্ঠানের সভাপতির বক্তব্য দিচ্ছিলেন। এ সময় নাঙ্গলকোটের সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূইয়া গ্রুপের লোকজন ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে নজির ভূইয়া গ্রুপের লোকজনের সঙ্গে তাদের সংর্ষের ঘটনা ঘটে। এতে নজির ভূইয়ার লোকজনের হামলায় গফুর ভূইয়ার লোকজন এলাকা ছেড়ে পালিয়ে যায়। এ ঘটনায় মুহূর্তের মধ্যে নাঙ্গলকোট বাজার জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়।
Advertisement
এ বিষয়ে সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া জাগো নিউজকে বলেন, নজির ভূঁইয়া মুর্খলোক, তিনি কি বক্তব্য দিতে পারেন? তার বক্তব্যে ভুয়া বলারও কী আছে। তারপরও যে ভুল বোঝাবুঝি হয়েছে সেটি আমরা মেনে নিয়েছি এবং আহতদের বলেছি এটা নিয়ে বাড়াবাড়ি না করতে।
উপজেলা বিএনপির সভাপতি নজির ভূঁইয়াকে একাধিকবার ফোন ও ক্ষুদে বার্তা পাঠিয়েও সংঘর্ষের বিষয়ে বক্তব্য পাওয়া যায়নি। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পুলিশ পৌঁছানোর আগেই পরিস্থিতি শান্ত হয়ে যায়। এ ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জাহিদ পাটোয়ারী/জেডএইচ/এফএ/জেআইএম/এমএস
Advertisement