লাইফস্টাইল

ঘরেই বানান ফিশ ললিপপ

চিকেন ললিপপ খেতে অনেকেই পছন্দ করেন। তবে ফিশ ললিপপও কিন্তু কম যায় না! চাইলে ফিশ ললিপপও তৈরি করে খেতে পারেন। তাও আবার ঠিক রেস্টুরেন্টের মতোই।

Advertisement

অতিথি আপ্যায়ন থেকে শুরু করে বিকেলের নাশতায় চায়ের সঙ্গে দারুণ মানিয়ে যায় এই ফিশ ললিপপ। ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে কম সময়েই তৈরি করে খেতে পারেন ফিশ ললিপপ। রইলো রেসিপি-

উপকরণ

১. কোয়েল পাখির ডিম ৮টি২. রুই মাছ এক কাপ৩. কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ৪. লবণ স্বাদমতো৫. গোলমরিচের গুঁড়া আধা কাপ

আরও পড়ুন ইলিশের দো পেঁয়াজা রাঁধবেন যেভাবেঘরেই তৈরি করুন চিকেন বাটার ফ্রাই

৬. লেবুর রস এক টেবিল চামচ৭. ব্রেডক্রাম্ব এক টেবিল চামচ৮. ডিম একটি ও৯. তেল ভাজার জন্য।

Advertisement

পদ্ধতি

প্রথমে ফ্রাইপ্যানে তেল গরম করে নিন। এবার বাটিতে রুই মাছ, কর্নফ্লাওয়ার, লবণ, গোলমরিচের গুঁড়া, লেবুপাতা কুচি, লেবুর রস, ব্রেডক্রাম্ব ও ডিমের সাদা অংশ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন।

মাখানো মিশ্রণ অল্প করে কোয়েলের ডিমে মিশিয়ে বলের শেপ করুন। এবার ডিমে চুবিয়ে গরম তেলে ছেড়ে ভেজে পরিবেশন করুন মচমচে ফিশ ললিপপ।

জেএমএস/জেআইএম

Advertisement