লালমনিরহাটের আদিতমারীতে নিজ বাড়ি থেকে তাহমিদুল রহমান তারা (৩৫) নামে এক যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
Advertisement
শনিবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার সারপুকুর ইউনিয়নের টিপের বাজার এলাকা থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত তাহমিদুল রহমান ওই এলাকার মৃত আহমেদের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে দুর্বৃত্তরা তার নিজ বাড়িতে গলা কেটে খুন করে। তিনি ঘরে একাই থাকতেন। তার স্ত্রী দেশের বাইরে ও পরিবারের সদস্যরা বাইরে থাকার সুযোগে কেউ তাকে হত্যা করেছে। পরে সকালে এলাকাবাসী পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
নিহতের ভাই, ইউপি মেম্বর মুকুল বলেন, আমার ভাই খুবই সাদামাটা জীবনযাপন করতেন। তার স্ত্রী বিদেশে থাকেন। কে বা কারা রাতে ভাইকে খুন করে পালিয়ে গেছে। আমরা ন্যায়বিচার চাই।
Advertisement
এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি তাকে খুন করা হয়েছে। তার গলায় কাটা দাগ। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
রবিউল হাসান/জেডএইচ/এএসএম