দেশজুড়ে

বন্যা: লক্ষ্মীপুরে ১০ দিনে সাপে কেটেছে ১১২ জনকে

লক্ষ্মীপুরে ভয়াবহ বন্যার পানি গর্তে ঢোকায় ছড়িয়ে পড়েছে সাপ। এতে গত ১০ দিনে জেলার বিভিন্ন স্থানে ১১২ জনকে সাপে কামড় দিয়েছে। এরমধ্যে সদর হাসপাতালে ৮০ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে।

Advertisement

শনিবার (৩১ আগস্ট) দুপুরে জেলা সিভিল সার্জন আহাম্মদ কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলায় বন্যায় বিস্তীর্ণ এলাকা পানিবন্দি। এতে গর্তে থাকা সাপগুলো বের হয়ে ছড়িয়ে পড়েছে। এসব এলাকায় মানুষজন পানির ভেতরই চলাচল করছেন। অনেকে পানিতে তলিয়ে থাকা বাড়িতেই থাকছেন। এতে বিভিন্ন এলাকায় মানুষজনকে সাপে কেটেছে।

২২ আগস্ট থেকে জেলা সদরসহ ৪টি হাসপাতালে ১১২ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে সদর হাসপাতালে ৮০ জন, রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন, রামগঞ্জে ১৪, কমলনগর ১১ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে সদরের চররুহিতা এলাকায় বাড়ি যাওয়ার পথে আহসান হাবিব তুহিন নামে এক যুবককে সাপে কামড়ায়।

তুহিন জানান, রাতে তিনি বাড়ি যাচ্ছিলেন। বাড়ির সামনে পানি রয়েছে। অন্ধকারে হঠাৎ তাকে সাপে কামড় দেয়। পরে তিনি সদর হাসপাতালে চিকিৎসা নেন। এখন তিনি সুস্থ রয়েছেন।

লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন (সিএস) আহাম্মদ কবীর বলেন, বন্যার পানিতে ভেসে গিয়ে বিভিন্ন এলাকায় মানুষজনকে সাপে কাটছে। এ ধরনের রোগীদের সেবা দেওয়ার জন্য আমাদের পর্যাপ্ত ইনজেকশন রয়েছে। এখনো পর্যন্ত যাদেরকে সাপে কামড়িয়েছে সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অনেকে ইনজেকশন দেওয়ার পরপরই বাড়ি ফিরেছেন। আবার কয়েকজনকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রেখে তারপর বাড়িতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

কাজল কায়েস/এফএ/এমএস

Advertisement