খেলাধুলা

ফের মিরাজের আঘাত, এবার সাজঘরে আইয়ুব

শান মাসুদের পর এবার ফিফটি করা আরেক ব্যাটার সাইম আইয়ুবকেও প্যাভিলিয়নের পথ দেখালেন মেহেদী হাসান মিরাজ। টাইগার স্পিনারকে ডাউন দ্য উইকেটে এসে উড়িয়ে মারতে চেয়েছিলেন পাকিস্তান ওপেনার। কিন্ত মিরাজের টার্ন করা বলটি মিস করেন তিনি।

Advertisement

গ্লাভসে বল জমা করে দ্রুতগতিতে স্টাম্পড করেন লিটন দাস। ১১০ বলে ৫৮ রান করা (টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি) সাইম আইয়ুব ততক্ষণে আর পিচে ফেরত আসার সুযোগ পাননি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৩৪ ওভারের খেলা শেষে ৩ উইকেটে ১২৫ রান। সৌদ শাকিল ১ আর বাবর আজম ৬ রানে অপরাজিত আছেন।

এর আগে মধ্যাহ্নবিরতি থেকে এসেই পাকিস্তানের শতরানের (১০৭ রান) জুটি ভাঙেন মিরাজ। টাইগার স্পিনারের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরত যান মাসুদ। ৬৯ বলে ৫৭ রান করেন পাকিস্তান অধিনায়ক। এটি তার টেস্ট ক্যারিয়ারের ১০ম ফিফটি।

Advertisement

আজ শনিবার রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ওভারেই পাকিস্তানের ওপেনার আব্দুল্লাহ শফিককে বোল্ড করেন তাসকিন আহমেদ। ১৪ মাস পর দলে ফিরেই উইকেট তুলে নেন তিনি। ডানহাতি পেসারের ইন সুইং বলে উড়ে যায় পাকিস্তানি ব্যাটারের স্টাম্প। তাসকিনের টানা পাঁচ দুর্দান্ত ডেলিভারি মোকাবেলা করার পর শেষ বলে আর টিকে থাকতে পারেননি শফিক।

এমএইচ/এমএস